ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
মৌলভীবাজারে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ট্র্যাডিশন ক্যাফেটেরিয়াকে জরিমানা

মৌলভীবাজার: নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে মৌলভীবাজার শহরে ট্র্যাডিশন ক্যাফেটেরিয়া নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে শহরের এম সাইফুর রহমান সড়কের শাহ মোস্তফা গার্ডেন সিটিস্থ ওই প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

সহকারী পরিচালক মো. আল-আমিন বাংলানিউজকে বলেন, একজন ভোক্তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে ট্র্যাডিশন ক্যাফেটেরিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ টাকা আইন অনুযায়ী অভিযোগকারীকে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।