ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভালুকায় বাস উল্টে গার্মেন্টস শ্রমিক নিহত, আহত ৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
ভালুকায় বাস উল্টে গার্মেন্টস শ্রমিক নিহত, আহত ৮

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় একটি বাস উল্টে লিলি আক্তার (২০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ গার্মেন্টস শ্রমিক।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার মল্লিকবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতের সবাই ওই এলাকার রাসেল গার্মেন্টেস’র শ্রমিক।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, দুপুরে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে বাসটি ওই কারখানার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এক শ্রমিক মারা যান। আহত আট শ্রমিককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।