ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে শীতার্তদের মধ্যে ১০ হাজার কম্বল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
লক্ষ্মীপুরে শীতার্তদের মধ্যে ১০ হাজার কম্বল বিতরণ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জেলার নয়টি ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের মধ্যে ১০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। 

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার দালাল বাজার ডিগ্রি কলেজ মাঠে সেলিনা-শহীদ ফাউন্ডেশনের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সেলিনা ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।

 

বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন ও সাংগঠনিক সম্পাদক নূর নবী চৌধুরী।  

আরও উপস্থিত ছিলেন- রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, পৌরসভার মেয়র ইসমাইল খোকন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, চররুহিতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম- আহ্বায়ক মাহবুবুল হক মাহবুব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ প্রমুখ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, শীতে গরীব অসহায় লোকজন দুর্ভোগ পোহাচ্ছেন। এতে মানবিক কারণে জেলার ৯টি ইউনিয়নে ১০ হাজার নারী-পুরুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।