ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে জুয়া খেলার অপরাধে আটক ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
সুনামগঞ্জে জুয়া খেলার অপরাধে আটক ১১

সুনামগঞ্জ: সুনামগঞ্জে ইন্টারনেট ভিত্তিক জুয়া খেলার অপরাধে ১১ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্নস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন- সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের নৃপেন্দ্র দাসের ছেলে শংকর দাস (২৫), নারায়ন শুল্ক বৈদ্যের ছেলে মানিক শুল্ক বৈদ্য (২৬), মৃত গিরেন্দ্র দাসের ছেলে সমর দাস (৩০),বিষু দাসের ছেলে আনন্দ দাস (২৮) ও বিমল দাস (৩৮), শহরের তেঘরিয়া লম্বাহাটি এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে মো. শাহাব উদ্দিন (৩৮), রেজাউল ইসলামের ছেলে মো. শামীম (২৫), পশ্চিম হাজিপাড়া এলাকার মৃত কিবরিয়া মিয়ার ছেলে হোসেন আলী (৪২), ওয়েজখালী এলাকার মো. নূর আলী মিয়ার ছেলে মো. রাজু আহমদ (২৮), নতুনপাড়া এলাকার সময় পালের ছেলে সঞ্জিত পাল (৩২), তেঘরিয়া ঈদগাহ মহল্লা এলাকার আমির উদ্দিনের ছেলে মেহেদী হাসান (৩১)।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, শহরে বেশ কিছুদিন ধরে ইন্টারনেট ভিত্তিক জুয়া খেলার সঙ্গে জড়িয়ে পড়েছেন কিছু তরুণ। তাই এ পথ থেকে
তাদের ফিরিয়ে আনতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।