ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আলীকদমে অস্ত্র-গুলিসহ আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
আলীকদমে অস্ত্র-গুলিসহ আটক ৩

বান্দরবান: বান্দরবানের আলীকদমে অস্ত্র ও গুলিসহ তিন যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার পান বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আসকার আলী (১৮), ফারুক হোসেন (২৬) ও মো. দুলাল (২৮)।

তারা সদর ইউনিয়নের কলারঝিরি এলাকার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, কয়েকজন যুবক ফুলঝাড়ুর বান্ডিলের ভেতরে অস্ত্র পাচারের উদ্দেশে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বিকেলে পান বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় ৫টি একনলা বন্দুক, ৮টি ওয়ান শুটার গান, ১৩টি আগ্নেয়াস্ত্র ও ১৯ রাউন্ড গুলিসহ ওই তিন যুবককে আটক করা হয়।

কক্সবাজার র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার সৈয়দ মহসিনুল হক বাংলানিউজকে জানান, আটকদের র‌্যাব কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।