ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরের ৩ জেলায় বিদ্যুৎ বিভ্রাট 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
উত্তরের ৩ জেলায় বিদ্যুৎ বিভ্রাট  দিনাজপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২-ছবি-বাংলানিউজ

দিনাজপুর: গাছপালার আগাছা ছাঁটাই,  তার ও যন্ত্রাংশ মেরামতের জন্য ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলায় বিদ্যুৎ সংযোগ থাকছে না। 

শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টায় বিদ্যুৎ গেছে। কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী বিকেল ৪টায় বিদ্যুৎ আসবে।

এর আগে শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ ছিলো না তিন জেলায়।  

দিনাজপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. রুবেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই দিনে ৮ ঘণ্টা করে মোট ১৬ ঘণ্টা বৈদ্যুতিক তারের আশপাশে গড়ে উঠা গাছপালার আগাছা ছাঁটাই করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগ ও যন্ত্রাংশ মেরামত করার কাজও চলছে। এজন্য বিদ্যুৎ সংযোগ থাকছে না। তবে শনিবার বিকেল ৪টা পর্যন্ত কাজ করে তা শেষ হবে। কাজ শেষ হয়ে গেলে এর আগেও বিদ্যুৎ সংযোগ পাওয়ার সম্ভবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।