ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ট্রাক চাপায় দম্পতি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
শিবগঞ্জে ট্রাক চাপায় দম্পতি নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে এক দম্পতি নিহত হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নোমসজিদ মহাসড়কের রানিহাটি ডিগ্রি কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বড় ইন্দারা মহল্লার মৃত ফজলুর রহমানের ছেলে আসলাম উদ্দিন ওরফে এনামুল (৬৫), তার স্ত্রী মিনিয়ারা বেগম (৫৫)।

স্থানীয়রা জানান, দুপুরে এনামুল ও তার স্ত্রী মিনিয়ারা মোটরসাইকেলে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর গ্রামে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। তারা রানিহাটি ডিগ্রি কলেজ মোড় এলাকায় পৌঁছালে সোনামসজিদ গামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।