ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় মো. আলামিন (২৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর এলাকায় এ দুঘর্টনা ঘটে। তিনি ভাদুঘর এলাকার মৃত আহমেদ ভূইয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারী উপ পরির্দশক (এএসআই) জামাল মীর বাংলানিউজকে জানান, দুপুরে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ‍আলামিন। পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে আলামিন  গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ঘণ্টাখানেক চিকিৎসা দেয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলে। ঢাকায় নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।