ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে ৪০ লাখ টাকার রাবারসহ আটক ৪

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
মধুপুরে ৪০ লাখ টাকার রাবারসহ আটক ৪ আটক ৪

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে ৪০ লাখ টাকা মূল্যের এক ট্রাক চোরাই রাবারসহ চারজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

শনিবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার পিরোজপুর বাজারে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় এ ঘটনায় মধুপুর থানায় মামলা হয় এবং বাংলানিউজকে বিষয়টি জানায় পুলিশ।

আটকরা হলেন- উপজেলার অরণখোলার মৃত হাবিবুর রহমানের ছেলে  ছিদ্দিক ওরফে বুলু (৪০), জলছত্রের আনছার আলীর ছেলে মো. মোবারক হোসেন (৩০), কামারচালার জোয়াহের আলীর ছেলে মো. ইব্রাহিম (৩২) এবং ট্রাকের ড্রাইভার বগুড়া জেলার দুবচাচিয়ার আটগ্রামের মো. ফরিদ উদ্দিনের ছেলে মো. সুজন আলী (২৫)।

ময়মনসিংহের মুক্তাগাছা ২- আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশন অ্যান্ড ইন্টিলিজেন্স টিমের পরিদর্শক মো. কাইয়ুম বাংলানিউজকে জানান, ভোরে এক ট্রাক চোরাই রাবারসহ চারজনকে আটক করা হয। উদ্ধার করা এ রাবারের মূল্য ৪০ লাখ টাকা হবে।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।