ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় আগুন পোহাতে গিয়ে শিশু দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
গাইবান্ধায় আগুন পোহাতে গিয়ে শিশু দগ্ধ

গাইবান্ধা: গাইবান্ধায় আগুন পোহাতে গিয়ে সিনথিয়া আক্তার নামে দেড় বছরের এক শিশু দগ্ধ হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের রেলওয়ে কলোনি এলাকায় নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে। সিনথিয়া ওই এলাকার শাহেদ আলীর মেয়ে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বাড়ির সামনে শিশু সিনথিয়ার পরিবার আগুন পোহাছিলেন। এসময়  শিশুটি হঠাৎ আগুনে পড়ে যায়। দ্রুত তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের কর্তব্যরত সেবিকা শেলী সরকার বাংলানিউজকে বলেন, শিশুটির মুখের অর্ধেক অংশ পুড়ে গেছে। আমরা চিকিৎসা দিচ্ছি। আশা করছি দ্রুতই সে সুস্থ হয়ে উঠবে।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
এইচএমএস/এসএরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।