ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে তিন জুয়াড়ি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
সিলেটে তিন জুয়াড়ি আটক

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ তিনজন জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।

আটকরা হলেন- নাজিরবাজার আদিতপুর গ্রামের মোবাশ্বের আলীর ছেলে লেবু মিয়া (২৯), একই গ্রামের মকলু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩২) ও পাশ্ববর্তী ওসমানীনগর উপজেলার তাজপুরের আহমদ আলীর ছেলে নাঈম হোসেন (২৪)।

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নাজিরবাজারের মুন্না হোটেল থেকে তাদের আটক করা হয়।

মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত চন্দ্র দাস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ওই হোটেলে অভিযান চালিয়ে জুয়ার খেলতে থাকা অবস্থায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।  

দক্ষিণ সুরমা থানায় উপ-পরিদর্শক (এসআই) শশধর বিশ্বাস বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে জানান এসআই সঞ্জিত চন্দ্র দাস।

বাংলাদেশ সময়: ০৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এইচএমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।