ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ ৪ চাঁদাবাজ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ ৪ চাঁদাবাজ আটক উদ্ধার অস্ত্র-গুলিসহ বিভিন্ন নথিপত্র ও নগদ অর্থ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদরের পুনর্বাসন এলাকা থেকে চার চাঁদাবাজকে অস্ত্র-গুলিসহ আটক করেছে স্থানীয়রা। পরে তাদের গণধোলাই দিয়ে নিরাপত্তাবাহিনীর কাছে সোর্পদ করা হয়েছে। 

শনিবার (২০ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। রাতে তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।



আটককৃতরা হলেন- রূপক বড়ুয়া, রবি জয় চাকমা, অনুপম চাকমা ও মিশন ত্রিপুরা।

স্থানীয় জানায়, সকালে পুনর্বাসন এলাকায় কাজ করতে গেলে খোকন ত্রিপুরা ও আশিক ত্রিপুরার কাছ থেকে চাঁদা দাবি করে ওই চার চাঁদাবাজ। এসময় তারা চাঁদা না দেওয়ায় তাদেরক মারধর করে চাঁদাবাজরা। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে বিকেলে তারা ওই চাঁদাবাজদের আস্তানায় গিয়ে ধাওয়া করে।

এসময় ছয় চাঁদাবাজের মধ্যে দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও চার জনকে আটক করা হয়। এসময় ওই আস্তানা থেকে ২টি দেশীয় পিস্তল, ১০ রাউন্ড একে-২২ রাইফেলের গুলি, চার রাউন্ড এলজির গুলি ও নগদ অর্থসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। পরে তাদের গণধোলাই দিয়ে থানায় জানানো হয় বলে জানান তারা।

এদিকে আটককৃতদের নিজেদের কর্মী বলে দাবি করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।  

সংগঠনটির জেলা সংগঠক মাইকেল চাকমা অভিযোগ করে বলেন, পরিবেশ রক্ষার জন্য আমরা পাথর উত্তোলনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করি। আমাদের কর্মীরা সেখানে পাথর উত্তোলনে বাঁধা দেওয়ায় স্থানীয় জনগণ তাদের ধরে নিয়ে গেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বাংলানিউজকে বলেন, আটক চার চাঁদাবাজের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এইচএমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।