ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কারখানার তুলার গুদামে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
গাজীপুরে কারখানার তুলার গুদামে আগুন

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় একটি কারখানার তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২০ জানুয়ারি) দিনগত রাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আল আমিন বাংলানিউজকে জানান, বানিয়ারচালা এলাকায় মোশারফ কম্পোজিট কারখানায় টিনশেডের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা কাজ করে আগুন নেভায়। আগুনে তুলার বেল্ট ও গুদাম পুড়ে গেছে। আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।