ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে এমপিপুত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
রাজধানীতে এমপিপুত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার অনিক আজিজ

ঢাকা: রাজধানীতে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ’র ছেলে অনিক আজিজের (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে শেরেবাংলা নগর থানার ৫ নম্বর ন্যাম ভবনের (সংসদ সদস্য ভবন) ৬০৪ নম্বর রুমে এ মরদেহ পাওয়া যায়।

ময়নাতদন্তের জন্য অনিকের মরদেহ নিকটস্থ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস।

ধারণা করা হচ্ছে, শনিবার (২০ জানুয়ারি) দিনগত রাতের কোনো এক সময়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অনিক। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
পিএম/এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।