ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গুলশানে গণশৌচাগার উন্মুক্ত কর‌লেন প্যা‌নেল মেয়র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
গুলশানে গণশৌচাগার উন্মুক্ত কর‌লেন প্যা‌নেল মেয়র গণশৌচাগার উন্মুক্ত করছেন প্যানেল মেয়র মো. ওসমান গ‌ণি এবং অন্যান্য অতিথিরা। ছবি: সুমন শেখ

ঢাকা: রাজধানীর অ‌ভিজাত এলাকা গুলশান-২ নম্বর গোলচত্বরে আধুনিক একটি গণশৌচাগার সর্বসাধার‌ণের জন্য উন্মুক্ত কর‌লেন ঢাকা উত্তর সি‌টি ক‌রপোরেশ‌নের (ডিএনসিসি) প্যা‌নেল মেয়র মো. ওসমান গ‌ণি।

রোববার (২১ জানুয়া‌রি) বেলা ১১টায় প্যা‌নেল মেয়র ফিতা কে‌টে বেলুন উ‌ড়ি‌য়ে এটি উন্মুক্ত করেন। এসময় উপ‌স্থিত ছি‌লেন ডিএন‌সি‌সির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেসবাহুল ইসলাম, স‌চিব দুলাল কৃষ্ণ সাহা, ১৯ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর ম‌ফিজুর, ওয়াটার এইড বাংলা‌দেশের কা‌ন্ট্রি ডি‌রেক্টর ড. মো.খায়রুল ইসলাম প্রমুখ।

প্যা‌নেল মেয়র ওসমান গণি গণশৌচাগারটির প‌রিচ্ছন্নতা ধ‌রে রাখ‌তে স্থানীয় কাউ‌ন্সিলরসহ সর্বসাধার‌ণের প্র‌তি অনু‌রোধ ক‌রেন। তি‌নি ব‌লেন, গুলশান এলাকায় অ‌নেক বি‌দেশি মেহমান থা‌কেন, তারা যেন বুঝ‌তে পা‌রেন বাঙ‌ালিরা পরিষ্কার-পরিচ্ছন্ন।

ফিতা কেটে গণশৌচাগার উন্মুক্ত করছেন প্যানেল মেয়র মো. ওসমান গ‌ণি।  ছবি: সুমন শেখ
রাজধানীতে চলাচলকারীদের জন্য মানসম্মত গণ‌শৌচাগার সংকট মেটা‌তে ওয়াটার এইড বাংলা‌দেশ ঢাকার দুই সি‌টি ক‌রপোরেশ‌নের স‌ঙ্গে যৌথভা‌বে কাজ কর‌ছে। তারই অংশ হিসেবে ২১টি আধু‌নিক গণ‌শৌচাগার স্থাপন ও চালু করা হ‌য়ে‌ছে।  

এসব গণ‌শৌচাগারে প্র‌শি‌ক্ষিত পেশাদার পুরুষ ও নারী তত্ত্বাবধায়ক থাকছেন। এসবে থাকছে লকার সু‌বিধা, গোস‌লের সু‌বিধা, নিরাপদ খাবার পা‌নি, স্যা‌নিটা‌রি ন্যাপ‌কিন সরবরা‌হের ব্যবস্থা। থাকছে সি‌সিটি‌ভি ক্যা‌মেরার মাধ্য‌মে নজরদা‌রির ব্যবস্থাও।  বক্তব্য রাখছেন প্যানেল মেয়র মো. ওসমান গ‌ণি।  ছবি: সুমন শেখলকার সু‌বিধা পেতে খরচ করতে হবে পাঁচ টাকা, টয়‌লেট সেবা পাঁচ টাকায় এবং নিরাপদ খাবার পা‌নি এক টাকায় পাওয়া যাবে। অবশ্য গুলশান-২ নম্বরের নতুন এ গণ‌শৌচাগারে গোসল সু‌বিধা থাকছে না।

বাংলা‌দেশ সময়: ১১৫৬ ঘণ্টা, জানুয়া‌রি ২১, ২০১৮
এসএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।