ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে শিক্ষায় অগ্রগতির প্রশংসা এডিবির পরিচালকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
বাংলাদেশে শিক্ষায় অগ্রগতির প্রশংসা এডিবির পরিচালকের

ঢাকা: বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি এবং এক্ষেত্রে শিক্ষামন্ত্রীর নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বের প্রশংসা করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক সাংসুপ রা।

রোববার (২১ জানুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর অফিসকক্ষে সাংসুপ রা’র নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাত করে।  

এডিবির সোশাল সেক্টর বিশেষজ্ঞ জিংগ্যাং, সোশাল সেক্টর ইকোনমিস্ট জিন লং এবং বাংলাদেশে এডিবি’র আবাসিক মিশনের সিনিয়র সোশাল সেক্টর অফিসার এসএম এবাদুর রহমান এসময় তার সঙ্গে ছিলেন।

সাক্ষাৎকালে তারা এডিবি’র চলমান প্রকল্পসহ বাংলাদেশে কারিগরি শিক্ষা প্রকল্পে এডিবির সহায়তা নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে এডিবি’র সহায়তা আরো সম্প্রসারণ করা হবে বলেও জানান প্রতিনিধি দলটি।

আলোচনাকালে শিক্ষামন্ত্রী বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে এডিবি’র সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং এ সম্পর্ক ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।