ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ছুটির দিনে পরিবারের জন্য রাঁধলেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
ছুটির দিনে পরিবারের জন্য রাঁধলেন প্রধানমন্ত্রী ছুটির দিনে পরিবারের জন্য রাঁধলেন প্রধানমন্ত্রী

ঢাকা: একটি ছবিতে দেখা যাচ্ছে, এক হাতে খুন্তি ধরে হাসিমুখে পোলাও এর হাঁড়িতে নাড়া দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্য ছবিতে, বড় হাঁড়িতে তেল ঢালতে যাচ্ছেন সাদা-কালো শাড়ির ওপর অ্যাপ্রন পরা মমতাময়ী এক নারী। পরম মমতায় পরিবার পরিজনের জন্য রান্না করছেন। 

এ ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাষ্ট্র চালানোর গুরু দায়িত্ব পালন করতে করতে রান্না করার সময় তেমন পান না।

কিন্তু মায়ের মন বলে কথা! শত ব্যস্ততার মধ্যেও একটু সময় পেলেই সন্তান আর নাতি-নাতনিদের জন্য নিজের হাতে কিছু রান্না করতে পছন্দ করেন। শনিবার (২০ জানুয়ারি)  সাপ্তাহিক ছুটির দিনে একটু সময় পেয়েই  সরকারি বাসভবন গণভবনের রান্নাঘরে নিজ হাতে রান্না করেন প্রধানমন্ত্রী।  

রোববার প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর রান্নার করার দু’টি ছবি পোস্ট করেন, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়।  

এর আগে ২০১৩ সালের জুলাইয়ে ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে নিজ হাতে পোলাও রান্না করেছিলেন শেখ হাসিনা। সে সময় মায়ের রান্না করার ছবি ফেসবুকে দিয়েছিলেন সজীব ওয়াজেদ।  

ছবিগুলো যেন যে রাঁধে, সে চুলও বাঁধে-এ প্রবাদের যথার্থতা আবার মনে করিয়ে দেয়।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।