ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ফেনসিডিলসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
কালীগঞ্জে ফেনসিডিলসহ বিক্রেতা আটক

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একশ’ বোতল ফেনসিডিলসহ বাবুল মিয়া (৩৯) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার চন্দ্রপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বাবুল মিয়া হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানীর কাবলির ডাংগা এলাকার গোলাপ জব্বারের ছেলে।


 
কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রাজু আহম্মেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে একশ’ বোতল ফেনসিডিলসহ বাবুলকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।