ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বেপরোয়া ট্রাক কেড়ে নিলো হাতির প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
বেপরোয়া ট্রাক কেড়ে নিলো হাতির প্রাণ মৃত হাতি

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের ধাক্কায় সার্কাসের একটি হাতির মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার মিলন বাজার মৌলভী আবুল কাশেম সিনিয়র মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানান, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার করিম উদ্দিন পাবলিক কলেজ মাঠে অনুষ্ঠিত দি রাজমনি সার্কাসের একটি বয়স্ক হাতি পাটগ্রাম উপজেলায় আসছিল।

পথে হাতীবান্ধা উপজেলার মিলন বাজার এলাকায় মালবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় হাতিটি। এ অবস্থায় হাতিটিকে পার্শ্ববর্তী মৌলভী আবুল কাশেম সিনিয়র মাদ্রাসা মাঠে নেয়া হলে হাতিটি মারা যায়।

এদিকে, প্রত্যক্ষদর্শী স্থানীয় মিজানুর রহমান মিজান জানান, হাতিটি ট্রাক থামিয়ে চাঁদা নেওয়ার চেষ্টা করলে ট্রাকটি হাতিটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে দুপুরে হাতিটির মৃত্যু হয়।

হাতির মাহুত জাফর আলী জানান, হাতিটির মৃত্যুর খবর মালিককে জানানো হয়েছে। মালিকপক্ষের লোকজন হাতিটিকে নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

হাতীবান্ধা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রসূন কান্তি দাস সড়ক দুর্ঘটনায় হাতি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।