ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
করিমগঞ্জে চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জে চাকরি জাতীয়করণের দাবিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শেষ হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন (বিসিএইচসিপি) করিমগঞ্জ উপজেলা শাখা।

করিমগঞ্জ উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সানাউল হকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- সংগঠনের করিমগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রনি, কোষাধ্যক্ষ আলামিন ও মহিলা বিষয়ক সম্পাদক ইতি আক্তার প্রমুখ।

এসময় বক্তারা অবস্থান কর্মসূচি থেকে জেলা ও পরে জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেন। এরপরও যদি সরকার দাবি না মানে তবে ০১ ফেব্রুয়ারি থেকে দাবি না মানা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা করা হবে বলে তারা জানান।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।