ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে বিদ্যুতের খুঁটির চাপায় শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
হোসেনপুরে বিদ্যুতের খুঁটির চাপায় শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদ্যুতের খুঁটির চাপায় কমল (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে হোসেনপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিম নিরাহারগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কমল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার রামনগর গ্রামের কুরবুলার ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে নিরাহারগাতি ওহেদ আলী ফকিরের মাজার সংলগ্ন এলাকায় নতুন বিদ্যুৎ লাইনে কাজ করছিলেন কমলসহ কয়েকজন শ্রমিক। এসময় ভ্যান থেকে বিদ্যুতের খুঁটি নামাতে গিয়ে চাপা পড়েন কমল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।