ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

১৩৮তম রিফ্রেশার কোর্সে মনোনয়ন পেলেন যেসব বিচারক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
১৩৮তম রিফ্রেশার কোর্সে মনোনয়ন পেলেন যেসব বিচারক

ঢাকা: বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত ১৩৮তম রিফ্রেশার কোর্সে অংশগ্রহণের জন্য ৩৯ জন সিনিয়র সহকারী জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের মনোনয়ন দিয়েছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এসব কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়। ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত রিফ্রেশার কোর্স বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।


 
মনোনয়ন পাওয়া ৩৯ বিচারক হলেন- ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম, নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপা, বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলি আফরোজ, হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার সানজিদা সরওয়ার, বগুড়ার সিনিয়র সহকারী জজ কৌশিক আহাম্মদ খন্দকার, পঞ্চগড়ের সিনিয়র সহকারী জজ মো. জয়নাল আবেদীন, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা নাজমুন নাহার নীপু, শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কানিজ তানিয়া রুপা।
 
চাঁদপুরের লিগ্যাল এইড অফিসার শুভ্রা চক্রবর্তী, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল হক, ব্রাহ্মণবাড়ীয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান উদ্দিন সোহাগ, গাজীপুরের সিনিয়র সহকারী জজ অঞ্জন কান্তি দাস, ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা, ময়মনসিংহের সিনিয়র সহকারী জজ উমা রানী দাস, চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান, জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, ডিপিডিসির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজমিন সুলাতানা, ফেনীর সিনিয়র সহকারী জজ রাজিয়া সুলতানা।
 
পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম, রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিকাশ কুমার বসাক, নরসিংদীর সিনিয়র সহকারী জজ মো. আল আমিন, খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আরা রহমান, কক্সবাজারের সিনিয়র সহকারী জজ খাইরুন্নেছা, আইন কমিশনের গবেষণা কর্মকর্তা এ কে এম রকিবুল হাসান, ব্রাহ্মণবাড়ীয়ার সিনিয়র সহকারী জজ আলমগীর আল মামুন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার, কুষ্টিয়ার দৌলতপুর চৌকির সিনিয়র সহকারী জজ মো. ফয়সাল আল মামুন, ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম।
 
ময়মনসিংহের সিনিয়র সহকারী জজ মিটফুল ইসলাম, টাঙ্গাইল বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট মো. শামছুল আলম, সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রহমান ছিদ্দিকী, ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর চৌকির সিনিয়র সহকারী জজ মো. সাইফুল  আলম চৌধুরী, ঢাকার সিনিয়র সহকারী জজ দেবদাস চন্দ্র অধিকারী, টাঙ্গাইলের সিনিয়র সহকারী জজ মো. হারুন রেজা, মৌলভীবাজারের লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ হারুন-অর-রশিদ, পিরোজপুর মঠবাড়িয়া চৌকির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেল্লাল হোসেন ও পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইজুর রহমান।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
ইএস/জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।