ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা স্মরণসভা/ছবি: বাংলানিউজ

ঢাকা: সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আয়োজনে প্রেসক্লাবের হলরুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।  

এসময় আলতাফ মাহমুদের দুই মেয়ে, ছেলে ও শ্যালিকা উপস্থিত ছিলেন।

ডিইউজে'র সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- বিএফইউজে'র মহাসচিব ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, আজিজুল ইসলাম ভূইয়া, যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, সাংবাদিক নেতা শাহিনুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।