ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
হবিগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হবিগঞ্জ: হবিগঞ্জে পচা-বাসি খাবার বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও অতিরিক্ত দামে ওষুধ বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর হবিগঞ্জের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ ও মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমিন এ জরিমানা করেন।

আল আমিন বাংলানিউজকে বলেন, অভিযানকালে হবিগঞ্জ কুটির শিল্প ও বাণিজ্যমেলায় মিষ্টি কিং অ্যান্ড কোং এ মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করায় এক হাজার টাকা, একই অভিযোগে পুরাতন পৌরসভা এলাকার আইয়ুব আলী রেস্টুরেন্টকে দুই হাজার টাকা, বেবিস্ট্যান্ড রোড এলাকার পপুলার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অতিরিক্ত দামে ওষুধ বিক্রির দায়ে চার হাজার টাকা এবং মেসার্স সনদ ফার্মেসিকে একই অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।