ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
নেত্রকোনায় উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

নেত্রকোনা: নেত্রকোনা শহর থেকে আটপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে (৪৮) আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে শহরের সাতপাই এলাকা থেকে তাকে আটক করা হয়।

নেত্রকোনা ডিবি পুলিশের পরিদর্শক মো. নাজমুল হাসান বাংলানিউজকে জানান, গত ২৮ ডিসেম্বর আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

ওই নির্বাচনে ফলাফল ঘোষণার পর সহিংসতার সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনায় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং ও উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ওসমান গণি সংশ্লিষ্ট থানায় মামলা করেন। এ মামলার তদন্তে দেলোয়ার হোসেনের সংশ্লিষ্টতা খুঁজে পায় পুলিশ।

পুলিশ সুপার জয়দেব চৌধুরী বাংলানিউজকে জানান, মামলায় দেলোয়ার হোসেনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।