ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লাকসামে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
লাকসামে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার লাকসাম উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার চাপায় মাইনুল ইসলাম জিসান (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার লাকসাম-হামিরাবাগ সড়কের বাতাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

জিসান একই এলাকার মোস্তফা মিয়ার ছেলে ও বাতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

পরিবারের বরাত দিয়ে লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম বাংলানিউজকে জানান, দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাতাখালী এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা জিসানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।  

মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক চালক সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।