ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাকশীর চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
পাকশীর চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ঈশ্বরদী: ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রূপপুরে পাকশীর ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাসের বিরুদ্ধে ঝাড়ু নিয়ে মিছিল করেছে এলাকাবাসী।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে এই ঝাড়ু মিছিল করা হয়।

এলাকাবাসী জানায়, পদ্মা নদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাছাকাছি পদ্মা নদী থেকে বালু মাটি উত্তোলন সরকার নিষিদ্ধ করলেও পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক বিশ্বাসসহ স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতারা সে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে বালু উত্তোলন করছেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও রূপপুর প্রকল্পের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসব এলাকা থেকে বালু উত্তোলন না করার জন্য নিষেধ করে গেলেও বুধবার সকালে চেয়ারম্যানের লোকজন ফের বালু উত্তোলন করতে গেলে এলাকাবাসী একজোট হয়ে তাদের বাধা দিয়ে বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে বালু উত্তোলনকারীরা নদী থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার বাংলানিউজকে জানান, ওই এলাকা থেকে বালু উত্তোলন না করার জন্য অনেক আগেই নিষেধ করা হয়েছে। তবে কেউ যদি তা না মেনে বালু উত্তোলন করে তাহলে সেটি অপরাধ এবং অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।