ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাংকিংখাতের অনিয়ম উত্তরণ সময়সাপেক্ষ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
ব্যাংকিংখাতের অনিয়ম উত্তরণ সময়সাপেক্ষ

সংসদ ভবন থেকে: ব্যাংকিং ও আর্থিকখাতে এখনো যথেষ্ট দুর্বলতা রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যাংকিং সেক্টরে এখনো যথেষ্ট দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতা আমরা  উত্তরণের চেষ্টা চালাচ্ছি। কিন্তু উত্তরণ এতো জরুরি হবে না, এটা সময়সাপেক্ষ।
 

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানমের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা বলেন।
 
অর্থমন্ত্রী বলেন, প্রশ্নটি অসম্ভব ধরনের ঢালাও।

প্রশ্ন করা হয়েছে ব্যাংকখাতের দুর্নীতি, অনিয়মরোধ করার জন্য কি ব্যবস্থা নেওয়া হবে? এ ব্যাপারে আমি কয়েকদিন আগেও বলেছি। আমরা হলমার্কসহ বিভিন্ন ব্যাংক এবং আর্থিক খাতের যতো অনিয়ম হয়েছে তার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। ব্যবস্থার মধ্যে ম্যানেজিং ডিরেক্টর পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের গ্রেফতার করা হয়েছে, মামলা হয়েছে গ্রেফতার করেছি। তাদের কেউ কেউ জেলে রয়েছে, কেউ কেউ জামিন নিয়ে আছেন। তাছাড়া ব্যাংকিং সেক্টরে অর্থ আদালত নামে আর একটি আদালত সৃষ্টি করেছি। যেখানে টাকা আদায় করার জন্য সহজ ব্যবস্থা করা হয়েছে। ব্যাংকিং সেক্টরে এখনো যথেষ্ট দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতা আমরা উত্তরণের চেষ্টা চালাচ্ছি। কিন্তু উত্তরণ এতো জরুরি হবে না, এটা সময়সাপেক্ষ।
 
আওয়ামী লীগ দলীয় আরেক সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পীর সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, খালেদা জিয়া, তারপুত্র এবং তার পুত্রের সহকারী দেশে বহু অনাচার করে গেছেন এবং সেই অনাচারের বিচার এখন চলছে। এই সেদিনও খালেদা জিয়া নিজেও বিচারের সম্মুখীন হয়েছেন, তাদের বিরুদ্ধে আরো বিভিন্ন মামলা রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে মামলা প্রলম্বিত করার একটা প্রচেষ্টা চলে এবং আমাদের আইন ব্যবস্থা অত্যন্ত সহজ বলেই সেটা সবসময় হয়ে থাকে। কিন্তু সরকার এসব দুর্নীতির কথা ভোলেনি।
 
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এসএম/এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।