ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িমারীতে ট্রাকচাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
বুড়িমারীতে ট্রাকচাপায় নারী নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর এলাকায় ট্রাকচাপায় বকুলী রাণী (৪৬) নামে এক নারী হোটেল মালিক নিহত হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর টিঅ্যান্ডটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বকুলী বুড়িমারী রেলওয়ে এলাকার মৃত ননী গোপাল সাহার স্ত্রী।

তিনি মা লক্ষ্মী হোটেলের মালিক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পণ্য খালাসের পর ভারতীয় একটি ট্রাক (ট্রাক নং এনকে০২কে৩৩২১) ফিরে যাওয়ার পথে ওই এলাকায় অপর একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিজ হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা বকুলীকে চাপা দেয়। পরে বকুলীকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয়রা চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুর রহমান বাংলানিউজকে বলেন, ‘নিহতের পরিবার মামলা করতে ও মরদেহের ময়নাতদন্ত করাতে রাজি না হওয়ায় বকুলীর মরদেহ তার ছেলে হৃদয় সাহার কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।