ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে প্রতিবন্ধীর কোদালের আঘাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
মাদারীপুরে প্রতিবন্ধীর কোদালের আঘাতে কৃষকের মৃত্যু খলিলুর রহমান খান

মাদারীপুর: মাদারীপুরে মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তির কোদালের আঘাতে বাশার চৌকিদার (৫০) নামে এক কৃষক মারা গেছেন।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাক্ষ্মদী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির পাশের ক্ষেতে কাজ করতে যান বাশার।

এসময় সেখানে একই এলাকার মানসিক প্রতিবন্ধী খলিলুর রহমান খান (৩৫) কোদাল দিয়ে মাটি কাটছিলেন। একপর্যায়ে কোনো কারণ ছাড়াই খলিলুর রহমান কোদাল দিয়ে বাশারকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। বিষয়টি দেখে আশেপাশের লোকজন ছুটে এসে বাশারকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, খলিলুর রহমান মানসিক প্রতিবন্ধী। বাশারকে আঘাত করার পর ক্ষেতেই দাঁড়িয়ে তিনি হাসছিলেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খলিলুর রহমানকে আটক করেছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।