ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধানমণ্ডিতে রাজউকের উচ্ছেদ অভিযান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
ধানমণ্ডিতে রাজউকের উচ্ছেদ অভিযান

ঢাকা: অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ করায় রাজধানীর ধানমণ্ডি এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বুধবার (২৪ জানুয়ারি) ধানমণ্ডি এলাকায় রাজউকসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।  

অভিযানের নেতৃত্ব দেন- রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অথরাইজড অফিসার আশিষ কুমার সাহা।

অভিযানে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবনে সেট-ব্যাক এলাকায় (ভবনের চারদিকে আবশ্যিক উন্মুক্ত এলাকা) অবৈধভাবে টয়লেট, রান্নাঘর ও জেনারেটর কক্ষ নির্মাণ করায় ধানমণ্ডির সাত মসজিদ রোডের ১৪৭ নম্বর হোল্ডিংয়ে ডেভেলপার প্রতিষ্ঠানকে সাত লাখ টাকা জরিমানা করা হয়। ভবনটির অবৈধ স্থাপনার আংশিক অপসারণ করে বাকি অংশ আগামী ১৫ দিনের মধ্যে নিজে উদ্যোগে অপসারণের সময় দেওয়া হয়।

এছাড়া, ২ নম্বর রোডের ৩৫ নম্বর হোল্ডিংয়ে ১৩ তলা ভবনের অনুমোদন নিয়ে একটি ফ্লোর বাড়িয়ে ১৪ তলা নির্মাণ করায় অতিরিক্ত ফ্লোরটি উচ্ছেদ করা হয়। উচ্ছেদ কার্যক্রমে রাজউকের পরিচালক শাহ আলম চৌধুরী, জোন-৫ (ধানমণ্ডি, লালবাগ), সহকারী অথরাইজড অফিসার জোটন দেবনাথসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এনটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।