ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে অস্ত্রসহ ৭ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
নোয়াখালীতে অস্ত্রসহ ৭ যুবক আটক .

নোয়াখালী: নোয়াখালীর মাইজদীতে অভিযান চালিয়ে গুলিভর্তি একটি কাটা-রাইফেল ও একটি পিস্তলসহ ৭ যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫টি ধারালো চাইনিজ কুড়ালও জব্দ করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শহরের পৌর বাজারে অবস্থিত আলু গুদামের দ্বিতীয় তলার ছাদ থেকে ওই যুবকদের আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সদস্যদের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর আহম্মেদ, ডিবি পুলিশের পরিদর্শক আবুল খায়ের ও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৌর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

এক পর্যায়ে বাজারের আলু গুদামের দ্বিতীয় তলার ছাদ থেকে অস্ত্রসহ ৭ যুবক আটক হন। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ‘ধারণা করা হচ্ছে আটককৃত ৭ যুবক সংঘবদ্ধ হয়ে কোনো অপরাধমূলক কাজ করার উদ্দেশে ওই স্থানে অবস্থান করছে। ’

আটককৃত যুবকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে বিস্তারিত বলা যাবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৮
এমআরএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।