ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশেই রয়েছে ভারত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশেই রয়েছে ভারত বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা

টাঙ্গাইল: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ভারত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে নেই- এই ধারণাটি ভুল। বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশই ভারতের বন্ধুপ্রতিম দেশ। এজন্য শুরু থেকেই এই ইস্যুতে বাংলাদেশের পাশে রয়েছে ভারত। 

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী সব দেশের নিরাপত্তার জন্য খুবই গুরত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য ও বাসস্থান দিয়ে খুবই মহৎ একটি কাজ করেছে।

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্তনে ভারত সরকার কাজ করছে। এজন্য মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের আবাসনের জন্য ভারত সরকার ঘর তৈরি করে দিচ্ছে।  

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় টাঙ্গাইলের মির্জাপুর ওয়েল ফেয়ার ট্রাস্ট পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিস্তা চুক্তির বিষয়ে হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছেন। আশা করা যায়, বাংলাদেশের এ সরকারের সময়েই তিস্তা চুক্তি সংক্রান্ত সমস্যা সমাধান হবে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বন্ধের ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বৃহৎ একটি সীমান্ত রয়েছে। নানা কারণে অনেক সময় তাতে প্রাণহানির ঘটনা ঘটে। আমরা চলতি বছরে প্রাণহানির হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। শূন্যের কোটায় নামিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রধানদের মধ্যে আলোচনা হয়েছে।  

এ বিষয়ে উভয় দেশের সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান হর্ষ বর্ধন।

পরে ভারতেশ্বরী হোমস পরিদর্শন করে ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন তিনি। সেখানে মধ্যাহ্নভোজ শেষে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশে মির্জাপুর ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।