ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হলেন সাজ্জাদুল হাসান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হলেন সাজ্জাদুল হাসান

ঢাকা: অতিরিক্ত সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদোন্নতি দিয়ে পদায়ন করেছে সরকার।  

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক আদেশে তাদের পদায়ন করেছে।

আদেশ অনুয়ায়ী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো. রইছ উল আলম মন্ডলকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তীকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।