ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
বগুড়ায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান-ছবি-কাওছার উল্লাহ আরিফ

বগুড়া: বগুড়ার সদর উপজেলার রাজাপুরের ডাকচক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত শ্যালো মেশিনসহ সরঞ্জামাদি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তমাল হোসেন অভিযানে নেতৃত্ব দেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তমাল হোসেন বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ওই এলাকা থেকে শ্যালো মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করছিলো।

শ্যালো মেশিনসহ বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

অভিযানকালে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মোহন্তসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এমবিএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।