ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে এমপি চিনুর শীতবস্ত্র বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
রাঙামাটিতে এমপি চিনুর শীতবস্ত্র বিতরণ শীতবস্ত্র বিতরণ

রাঙামাটি: রাঙামাটিতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসয় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান, সংসদ সদস্যের একান্ত সহকারী মো. সালা উদ্দীন।

সংসদ সদস্য বলেন, ত্রাণ ও দ‍ুর্যোগ মন্ত্রলালয়ের পক্ষ থেকে জেলার ২০০ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।