ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানাতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানাতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, নতুন ও ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সরকার ইতোমধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে কাজ করছে।

বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির মহাসড়কে এগিয়ে চলছে। মাথাপিছু আয় বাড়ছে, কমেছে দারিদ্রের হার।

বৈদেশিক বিনিয়োগ ও রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (২৫ জানুয়া‌রি) দুপুরে ভোলার উপ-শহর বাংলাবাজারে স্বাধীনতা জাদুঘর উদ্বোধন শেষে বাংলাবাজার ফাতেমা খানম মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিজিটাল বাংলাদেশ এখন আর কল্পনা নয়। উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, উন্নয়ন টেকসই ও বেগবান করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। কারণ গণতন্ত্রই মানুষের মৌলিক অধিকার। তাই দলমত নির্বিশেষে সবার সমন্বিত প্রয়াস জরুরি। আমাদের আর্থ সামাজিক নানা খাতে বিপুল অর্জন বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করছে।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভিন আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পৃষ্ঠপোষকতায় জাদুঘরের তিনটি তলার প্রথম তলায় লাইব্রেরি, অডিটোরিয়াম এবং প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলা মুক্তিযুদ্ধের ইতিহাসের আলোকে সাজানো হয়েছে।

এর আগে সকালে ভোলার চরফ্যাশনের কুকরী-মুকরীতে একটি ইকোপার্কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে হেলিকপ্টারে করে বাংলাবাজারে পৌঁছান রাষ্ট্রপতি। সুধী সমাবেশ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে বাংলাবাজার ত্যাগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।