ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ আরএমপি কমিশনারের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ আরএমপি কমিশনারের আরএমপির ওরিয়েন্টেশন অনুষ্ঠান/ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদ্য যোগদান করা পুলিশ কনস্টেবলদের মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে আরএমপি পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন আরএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

উপ পুলিশ কমিশনার (পিওএম) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডিসি (সদর) তানভীর হায়দার চৌধুরী, এডিসি (সদর) মোছা. শিরিন আক্তার জাহান।

প্রধান অতিথির বক্তব্যে আরএমপি কমিশনার সদ্য যোগদান করা পুলিশ সদস্যদের স্বাগত জানান। এছাড়া সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সাত দিন মেয়াদী এ ওরিয়েন্টেশন কোর্সে আরএমপিতে সদ্য যোগদান করা ২৪৭জন পুলিশ কনস্টেবল অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।