ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাটুরিয়ায় পদ্মা থেকে বাস সুপারভাইজারের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
পাটুরিয়ায় পদ্মা থেকে বাস সুপারভাইজারের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকার পদ্মা নদী থেকে আরমান ভূঁইয়া রনি (২৮) নামে এক বাস সুপারভাইজারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকা সংলগ্ন পদ্মা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

রনি নরসিংদীর শিবপুর উপজেলার চৈতন্য এলাকার আব্দুর রহমানের ছেলে এবং দেশ ট্রাভেলস নামে একটি পরিবহনের সুপারভাইজার।

পরিবহনটি ঢাকা থেকে বেনাপোল যাতায়াত করতো।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, পাঁচ দিন আগে ঢাকা থেকে বেনাপোল যাওয়ার সময় পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে নিখোঁজ হন সুপারভাইজার রনি। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন রনির বাবা আব্দুর রহমান।

পরে বৃহস্পতিবার দুপুরে পদ্মা নদীতে তার ভাসতে দেখে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।