ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠাই এ সরকারের প্রধান লক্ষ্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠাই এ সরকারের প্রধান লক্ষ্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরায় ৬৫ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার মনে করে দেশের উন্নয়নের জন্য, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার জন্য ও দেশের গতি সচল রাখার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করা অপরিহার্য।

যে সমাজে আইনের শাসন নেই সে সমাজে আইনের মর্যাদা ভুলণ্ঠিত।

তিনি বলেন, আইন মানুষকে যেমন নিয়ন্ত্রণ করে, তেমনি মর্যাদাবানও করে। আইন যেখানে অচল, মানবাধিকার সেখানে ভুলণ্ঠিত। আইনের শাসন প্রতিষ্ঠার মধ্যেই নিহিত রয়েছে সমাজ সভ্যতার ক্রম বিকাশ।

উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাদিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য স ম জগলুল হায়দার, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. আজহারুল হক, উপ-সচিব মাহবুবুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
আরবি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।