ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে তেলবাহী ট্যাংকলরি দুর্ঘটনায় চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
যশোরে তেলবাহী ট্যাংকলরি দুর্ঘটনায় চালকের মৃত্যু যশোরে তেলবাহী ট্যাংকলরির দুর্ঘটনাস্থল। ছবি- উত্তম ঘোষ

যশোর: যশোর-ঝিনাইদহ সড়কে একটি তেলবাহী ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক কালু (৪২) নিহত হন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় যশোর-ঝিনাইদহ সড়কের সদর উপজেলার চুড়ামনকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কালু চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা দুর্ঘটনা স্থল থেকে কালুর মরদেহ উদ্ধার করেন।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় খুলনার দৌলতপুর থেকে তেল নিয়ে চুয়াডাঙ্গাগামী ট্যাংকলরিটি সদর উপজেলার চুড়ামনকাঠি কলোনিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্যাংকলরিটি উল্টে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাড়ির নিচে চাপা পড়া চালাকের মরদেহ গাড়ির বডি কেটে উদ্ধার করেন।

খুলনার জ্বালানি তেলের ডিপো ইনচার্জ এসএম তসলিম বারী জানান, দুর্ঘটনা কবলিত ট্যাংকলরিটি খুলনার দৌলতপুর থেকে নয় হাজার লিটার তেল নিয়ে চুয়াডাঙ্গা যাচ্ছিলো।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
ইউজি/বিএসকে/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।