ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সততা ও ইচ্ছা শক্তি অসম্ভবকে সম্ভব করে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
সততা ও ইচ্ছা শক্তি অসম্ভবকে সম্ভব করে মতবিনিময় সভায় বক্তারা। ছবি- সাগর

লালমনিরহাট: সততা ও ইচ্ছা শক্তি থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়, বললেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।  

সভায় দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা উল্লেখ করে মোতাহার হোসেন বলেন, দেশের সমস্যা ও সম্ভাবনাগুলো সংবাদে প্রকাশের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সাংবাদিকরা ভূমিকা রাখেন।

লালমনিরহাট জেলার উন্নয়নেও সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান তিনি।

সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। এরে আরও বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজু, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াক হোসেন বাচ্চু ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।