ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ট্রেনের ধাক্কায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
খুলনায় ট্রেনের ধাক্কায় নিহত ১

খুলনা: খুলনায় তেলবাহী ট্রেনের ধাক্কায় সাজ্জাদ হোসেন শাওন (৩৭) নামে এক মাহিন্দ্রা চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মধ্যরাতে মহানগরীর খালিশপুর আলমনগর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন আলমনগর রুলিং মসজিদের পেছনে অবস্থিত মনিরের বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলামের ছেলে।

খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুর ইসলাম জানান, ডিপো থেকে তেলবাহী একটি ট্রেন বয়রা জংশনের দিকে যাচ্ছিলো। এসময় আলমনগর রেলক্রসিংয়ে একটি মাহিন্দ্রা হঠাৎ করে উঠে আসলে ট্রেনের ধাক্কায় মহিন্দ্রাটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক সাজ্জাদ হোসেন শাওনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা,  জানুয়ারি ২৬ , ২০১৮
এমআরএম/বিএসকে/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।