ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় ট্রাকের ধাক্কায়  মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার শালমারা ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে হজরত আলী (৩২) ও গোবিন্দগঞ্জ উপজেলার নাজির হোসেনের ছেলে খোরশেদ আলম (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হজরত আলী ও খোরশেদ মোটরসাইকেলে করে পলাশবাড়ী সদরে যাচ্ছিলেন। পথে জুনদহ এলাকায় ঢাকাগামী আলুবোঝাই একটি  ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন খান বাংলানিউজকে জানান, এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দু’জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।