ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ১

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় ডাকাত দলের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ সুমন (বেলজিয়াম সুমন) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার চন্দ্রগঞ্জের বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

আহত পুলিশ সদস্যরা হলেন- পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ও কনস্টেবল মোক্তার।

 

গুলিবিদ্ধ সুমন কংশনারায়ণপুর গ্রামের চৌকিদার বাড়ির সিরাজ মিয়ার ছেলে।  তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আটকরা হলেন- গুলিবিদ্ধ সুমন, সহযোগী কামরুল হাসান রুবেল ও সিএনজি চালিত অটোরিকশা চালক সেলিম।  

আহত উপ- পরিদর্শক (এসআই) কামরুল জানান, রাতে বিনোদপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছিল। এ সময় দত্তপাড়া ফাঁড়ির টইল পুলিশ ওই এলাকায় পৌঁছালে ডাকাত দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই বেলজিমায় সুমন গুলিবিদ্ধ হয়। এসময় দুই পুলিশ সদস্য আহত হন।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ সুমনকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় সুমনের দুই সহযোগীকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ১টি রিভলবার ও তিন রাউন্ড গুলি এবং সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
 
গুলিবিদ্ধ সুমন শীর্ষ সন্ত্রাসী নিহত জসিম ও লাদেন মাসুম বাহিনীর সদস্য। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান এসআই কামরুল।

বালাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এসআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।