ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে ২ নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
বানিয়াচংয়ে ২ নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন-উপজেলা সদরের আমীরখানী গ্রামের কবির মিয়ার স্ত্রী রেহানা বেগম (৩৮) ও জাতুকর্ণপাড়া তেলকুমার হাটির মৃত খেদমত আলীর মেয়ে হুসনে আরা বিবি (৪০)।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে বানিয়াচং থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) বাবুল সিংহ ও সাইফুল মোল্লা পৃথক স্থান থেকে মরদেহ দু’টি উদ্ধার করেন।

এসআই সাইফুল মোল্লা বাংলানিউজকে জানান, দুপুর ২টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আমির খানী এলাকার স্বামীর বাড়ি থেকে রেহানার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রেহানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যা না আত্মহত্যা জানা যাবে।

অপরদিকে, দুপুরে এসআই কবির মোল্লা উপজেলার ছিলাপাঞ্জা এলাকার মানিক মিয়ার স্ত্রী হুসনে আরা বিবির ঝুলন্ত মরদেহ তার বাবার বাড়ি জাতুকর্ণপাড়ার তেলকুমার হাটি থেকে উদ্ধার করে।

কবির মোল্লা বাংলানিউজকে বলেন, হুসনে আরা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তিনি তার বাবার বাড়িতে বাস করতেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।