ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বড়লেখায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
বড়লেখায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৩

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখায় চান্দ্রগ্রাম এইউ ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত তিন জন আহত হয়েছেন।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার চান্দ্রগ্রাম এইউ ফাজিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) শরিফ আহমদ বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ময়নুল ইসলাম ও সাবেক সভাপতি আলাল হোসেনের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার বর্তমান সভাপতি ময়নুলকে বরখাস্ত করা নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত তিন জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।