ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িমারীতে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
বুড়িমারীতে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশির মৃত্যু

লালমনরিহাট: লালমনরিহাটের পাটগ্রাম উপজেলার বুড়মারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে মঞ্জু আলম (১৯) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পাটগ্রাম উপজলোর বুড়িমারী ইউনিয়নের উফারমারা (নাটারবাড়ী) এলাকার আসাদুল ইসলামের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মঞ্জুসহ কয়েকজন রাখাল গরু আনতে বুড়িমারী সীমান্তের ৮৩৬ নম্বর পিলার হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এসময় ভারতীয়-৬১ বিএসএফ ব্যাটালিয়নের খরখরিয়া ক্যাম্পের একটি টহলদল তাদের ধাওয়া করে। একপর্যায়ে তারা মঞ্জুকে ধরে ফেললেও তার সঙ্গীরা পালিয়ে দেশে ফিরে আসেন। পরে বিএসএফ মঞ্জুকে বেদম মারধর করে সীমান্তে ফেলে গেলে তারা (যে সঙ্গীরা পালিয়ে আসতে পেরেছেন) তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনীরুজ্জামান বাংলানিউজকে জানান, এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে কোম্পানি কমান্ডার পর্যয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।