ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পরবর্তী প্রজন্মের নেতৃত্ব হবে স্মার্ট-চৌকস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
পরবর্তী প্রজন্মের নেতৃত্ব হবে স্মার্ট-চৌকস নেক্সট জেনারেশন লিডারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে ভবিষ্যতের নেতৃত্ব

ঢাকা: বাংলাদেশ পরবর্তী প্রজন্মের নেতৃত্ব হবে অনেক বেশি স্মার্ট এবং চৌকস। তারা সিদ্ধান্ত নেবেন অনেক দ্রুত। তাদের জ্ঞান আর দক্ষতাকে কাজে লাগিয়ে যে সিদ্ধান্ত নিবেন তা অনেক বেশি পরিপক্ক হবে এবং তারা চ্যালেঞ্জকে ভয় পাবেন না। 

সম্প্রতি রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ‘নেক্সট জেনারেশন লিডারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে ভবিষ্যতের নেতৃত্বের এমন দূরদর্শীতার কথাই জানালেন বর্তমানের সফল সব তরুণ নেতৃত্বরা।

ড. ক্যাথরিন লি- এর তত্ত্বাবধানে অনুষ্ঠানের আয়োজন করে অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স।

এতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই সদস্যরা তাদের নেতৃত্ব এবং সাফল্যের গল্প শোনান।  

অনুষ্ঠানে প্যানেল আলোচনায় অংশ নেন মিডিয়া ব্যক্তিত্ব ও টপ অফ মাইন্ডের সিইও জিয়াউদ্দিন আদিল, হিরোজ ফর অল-এর প্রতিষ্ঠাতা এবং সিইও রেহনুমা করিম, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন বিভাগের সিনিয়র ইকোনমিস্ট এবং প্রোগ্রাম ম্যানেজার এম মাসরুর রিয়াজ এবং শিখবে সবাই- এর কো-ফাউন্ডার সাকিব আদনান।  

অ্যালামনাই সদস্যদের নিয়ে এ ধরনের আয়োজনের লক্ষ্য ছিল, শিক্ষার্থীদের বর্তমানের বাজার পরিস্থিতি এবং নেতৃত্ব সর্ম্পকে ধারণা দেয়া। যাতে করে শিক্ষার্থীরা নিজেদের কর্মবাজার ও ভবিষ্যত নেতৃত্বের জন্য গড়ে তুলতে পারেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (মনোনীত) জি ইউ আহ্সান এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন ড. মোহাম্মদ মাহবুব রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অ্যালামনাই ছাড়াও শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফল অ্যালামনাইদের অভিজ্ঞতা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বাস্তব সর্ম্পকে ধারণা দেয়। শিক্ষার্থীরাও নিজেদের কৌতুহল মেটানোর সুযোগ পান সফলদের সামনে পেয়ে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।