ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে মামলার আসামিকে কুপিয়ে জখম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
সিলেটে মামলার আসামিকে কুপিয়ে জখম

সিলেট: সিলেটে প্রকাশ্যে আক্কল আলী (৩৭) নামে মামলার এক আসামিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। 

রোববার (২৮ জানুয়ারি) সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের মোকামের তল এলাকায় এ ঘটনা ঘটে।  

আহত আক্কল স্থানীয় বাদেদেউলী গ্রামের মৃত রওয়াব আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মামলার হাজিরা দিতে সকালে বাড়ি থেকে বের হন আক্কল। পথিমধ্যে স্থানীয় মোকামের তল সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে আসামাত্র প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আক্কল আলীর ভাই আকমল আলী বাংলানিউজকে বলেন, ভূমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা তার ভাইকে চুরির মামলাসহ বিভিন্ন মামলায় আসামি করে। এ মামলায় কারাগার থেকে জামিনে এসে রোববার আদালতে তার ওপর দায়ের করা মামলায় হাজিরা দিতে বাড়ি থেকে রওনা হন আক্কল। পথিমধ্যে অটোরিকশা স্ট্যান্ডে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে।  

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বাংলানিউজকে বলেন, হামলার ঘটনা শুনেছি। আহতের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।